১৯৭১ ইঙ সনে দাতা ১। ওবায়দুল হক ২। হাজী নুর ইসলা ৩০ শতাংশ ভূমি ওয়াকফ করার সিদ্ধান্তে কুড়েঘর দিয়া নামাজ পড়া শুরু করেন। ১৯৯১ ইং সনের ৫ই মে টিন দিয়ে মসজিদ পুন:নির্মাণ করা হয়। ১৫/০৩/২০১১ ইং জুমা মসজিদ চালু করা হয়। ২০/০৬/২০১৫ ইং হইতে ২০০ স্কয়ারে ফিটের ইমারতের কাজ চালু করা হয়। বর্তমানে ৬০% কাজ সমাপ্তের পথে। বাকী কাজ চলমান আছে। মসজিদ নির্মাণ হইতে ৩০ শতাংশ ভিটি ও মাঠ ছাড়া আবাদী কোন জমি নাই। অন্য কোন আয়ের উৱস নাই। ১৯৭১ হইতে ২০০৮ ইঙ পর্যন্ত মসজিদ পার্শ্ববর্তী বাড়ীর হাফেজ সাহেব সেচ্ছা শ্রমে নাজাম পড়াইতেন। ২০০৯ ইং হইতে সমাজের লোকজনের মাসিক চাঁদার টাকার দ্বারা মোক্তব ও মসজিদ চালু করা হয়। একজন ইমাম ও একজন মোয়াজ্জিন এর বেতন পরিশোধ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS