Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৌলভী হাবিব উল্যাহ জামে মসজিদ
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
মসজিদ
প্রতিষ্ঠান প্রধানের নাম
মাওলানা মোহাম্মদ মোছলেহ উদ্দিন
পদবি
খতিব/ইমাম/মোতাওয়াল্লী
মোবাইল
০১৮১৬৪১৭০১১
ঠিকানা
মো: মোছলেহ উদ্দিন, মৌলভী হাবিব উল্যাহ বাড়ী, গ্রাম- পূর্বচরবাটা, ওয়ার্ড নং- ০৬, ডাকঘর- আনছার মিয়ার হাট, সুবর্ণচর, নোয়াখালী।
ইতিহাস

মরহুম মৌলভী ছৈয়দ হাবিব উল্যাহ সাহেব এই এলাকার একজন অভিজ্ঞ আলেম ছিলেন। তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সহিত উলা পাশ করিয়া স্বর্ণপদক পান। তার আদি নিবাস ছিল সন্ধীপ। অতপর ১৯৪০ সালে চরবাটা আসিয়া বাড়ি করেন। চরবাটায় তখন কোন মসজিদ না থাকায় এলাকার মুসল্লিদের নামাজের সুবিধার্থে ১৯৪২ সালে ৪৮ শতাংশ জমি ওয়িাকফ করিয়া নিজ বাড়ির দরজায় মসজিদ টি নির্মাণ করেন। অতপর একই গ্রামের বাসিন্দা মৌলভী হাবিব উল্যাহ কে খতিব নিয়োগ করেন এবং মোতাওয়াল্লীর জেষ্ঠ্য পুত্র ছৈয়দ বেলায়েত হোসেন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে বন্যায় ছেয়দ বেলায়েত হোসেনের মৃত্যুর পর তার ভাই ছৈয়দ নুর উল্যাহ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে বাধ্যক্যের কারণে মৌলভী হাবিব উল্যাহ খতিবের পদ থেকে অব্যহতি নিলে বর্তমান খতিব মাওলানা মো: মোছলেহ উদ্দিন এলাকার মুসল্লীদের অনুরোধে খতিবের দায়িত্ব গ্রহণ করেন এবং অদ্যবধি এ পদে নিয়োজিত আছেন।

মুতাওয়াল্লীর দানকৃত ৪৮ শতাংশ জমি এবং খরিদ ও বিভিন্ন ব্যক্তির দানকৃত সহ বর্তমানে মসজিদের জমির পরিমাণ মোট ১.২৭ (এক একর ২৭ শতাংশ) অধিকাংশ এলাকাবাসী গরীব হওয়ার কারণে মসজিদটি কাংখিত উন্নয়ন করা সম্ভব হয়নি। বর্তমানে মুসল্লীর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মসজিদটি সম্প্রসারণ করা জরুরী হওয়া সত্বেও অর্থাভাবে তা করা সম্ভব হয় নাই। কোন দানবীর এগিয়ে আসলে অথবা সরকারী সহযোগিতা পেলে মসজিদটি সম্প্রসারণ করা সহজ হবে।